রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

অংশগ্রহণমূলক নির্বাচন হবে : বাণিজ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক। এতে সব দল অংশগ্রহণ করবে। ক্ষমতাসীন দল নির্বাচনকালে দৈনন্দিন কাজ করবে যাকে বলে রুটিন ওয়ার্ক। নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রমাণ করেছে তারা স্বচ্ছ ও যোগ্য। কুমিল্লার ও রংপুরের নির্বাচনে তা প্রমাণিত হয়েছে। নির্বাচন হবে আগামী ডিসেম্বরে। ক্ষমতাসীন দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। এর বাইরে কিছু করার চেষ্টা করলে লাভ হবে না বরং সেই দলটির ক্ষতি হবে। গতকাল নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুরে পারটেক্স কেবলস লিমিটেডের কারখানা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘পারটেক্স কেবলস একটা নতুন দিগন্তের উন্মোচন ঘটাল। আমাদের দেশে অনেক কেবল শিল্প প্রতিষ্ঠান আছে। তবে আজ ঘুরে ঘুরে দেখে মনে হলো এটাই হবে শ্রেষ্ঠ কেবল প্রতিষ্ঠান।’

তোফায়েল আহমেদ আরও বলেন, ‘শিল্পায়নে আমরা অগ্রাধিকার দিই। বাংলাদেশ যদি রাজনৈতিকভাবে স্থিতিশীল থাকে তাহলে অর্থনীতি এগিয়ে যায়। ২০১৩ সালে একটি দলের নেতৃত্বে গোলযোগ সৃষ্টি হয়েছিল। ২০১৪ সালে নির্বাচন বানচাল করার জন্য মানুষ খুন করেছে, পেট্রলবোমা মেরেছে, ২৪ জন পুলিশকে হত্যা করেছে, ৫০০ পুলিশ বুথ পুড়িয়ে দিয়েছে। যারা করেছে তাদের লাভ হয়নি। ২০১৫ সালে ৯৩ দিন হরতাল-অবরোধের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছিল। কোনো লাভ হয়নি। এ অভিজ্ঞতা থেকেই সেই বিএনপি এখন উপলব্ধি করেছে যে রাজপথে হানাহানি, হত্যা, খুন, আগুন এগুলো কাজে লাগে না। যার জন্য এখন মানববন্ধন অথবা অনশন, যদিও অনশন সম্পন্নের সময়ের ৩ ঘণ্টা আগেই তারা চলে যায়। সবকিছু মিলে তবুও তারা শান্তিপূর্ণ কর্মসূচি করে। এটা তারা করতে পারে এটা তাদের গণতান্ত্রিক অধিকার। সুতরাং তাদের উচিত হবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। নির্বাচন কমিশন বলেছে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে।

পারটেক্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাশেম বলেন, ‘১৯৮৩ সালে পারটেক্স তার যাত্রা করে। বর্তমানে ৭০টির বেশি ব্যবসাপ্রতিষ্ঠান দেশে-বিদেশে আছে। পারটেক্সের এই প্রতিষ্ঠানগুলোয় হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পারটেক্স গ্রুপ ভূমিকা রাখছে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, পারটেক্স প্রতিষ্ঠাতা এম এ হাসেমের সহধর্মিণী সুলতানা হাসেম প্রমুখ।

সর্বশেষ খবর