রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পার্কে গিয়ে শিশু ফিরল লাশ হয়ে

নিজস্ব প্রতিবেদক

বাবা-মার কাছে বায়না ধরে শিশু পার্কে গিয়েছিল চার বছরের শিশু আফসানা। কিন্তু সেখানে লোহার খুঁটিতে জখম হয়ে বাড়ি ফিরল তার নিথর দেহ। গতকাল সন্ধ্যা ৭টায় আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে আফসানাকে মৃত ঘোষণা করেন চিকিত্সক। আফসানা সকালে ঘুম থেকে উঠেই মা-বাবার কাছে বায়না ধরেছিল শিশু পার্কে নিয়ে যেতে। নিয়ে যেতে রাজি না হওয়া পর্যন্ত সে বিছানা ছেড়ে উঠছিল না। তার মা মনোয়ারা তখন পার্কে নিয়ে যেতে রাজি হলে সে বিছানা থেকে উঠে নাস্তার টেবিলে বসে। পরে তাকে পার্কেও নিয়ে যান বাবা-মা। কিন্তু তারা জানতেন না শিশু পার্কের আনন্দই আফসানার শেষ আনন্দ হবে। দেখা গেছে, ঢামেক হাসপাতাল মর্গে লাশের পাশে বসে মা মনোয়ারা বিলাপ করতে করতে বলছিলেন, মেয়ের বায়নায় পার্কে গাড়ি ও ট্রেনে চড়ার পর একটি ইলেকট্রিক চরকিতে মাথা বের করলে লোহার খুঁটিতে জখম হয় আফসানা। এতে তার মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয়। দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

মনোয়ারা বলেন, শ্যামপুরে জনতা ব্যাংকে দ্বিতীয় ম্যানেজার হিসেবে চাকরি করেন তিনি। তার দুই সন্তান। আফসানা ও দেড় বছরের শিশু আজান। তারা স্বামী-স্ত্রী দুই সন্তানকে নিয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী শাহী মসজিদ রোড এলাকায় থাকেন। মেয়ের বায়নায় বিকালে তারা সবাই শ্যামপুরের ইকো পার্কে যান।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ইকো পার্কের কোনো গাফিলতি আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে।

সর্বশেষ খবর