সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শাবির বঙ্গবন্ধু হলের ডাইনিংয়ে তালা!

শাহাজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নিয়মিত অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার পরিবেশন করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ডাইনিংয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ডাইনিং তালাবদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় ডাইনিং এর একজন কর্মচারী ভিতরে আটকা পড়েন। পরে হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস. এম. হাসান জাকিরুল ইসলামের মধ্যস্থতায় ডাইনিং খুলে দেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীরা মানসম্মত ও পুষ্টিকর খাবার, তরকারিতে ভিন্নতা আনয়ন, ডাইনিং রুম পরিচ্ছন্ন রাখা, দক্ষ বাবুর্চি নিয়োগ, পরিষ্কার থালাবাসনে খাবার পরিবেশনসহ বিভিন্ন দাবি রাখেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ডাইনিংয়ে বেশিরভাগ সময় পচা টমেটো, পোকাযুক্ত শিম দিয়ে তরকারি রান্না করা হয়। অনেক সময় তরকারিতে টিকটিকি ও তেলাপোকা পাওয়া যায়। এছাড়া রাতের ভাত দিয়ে সকালের খিচুড়ি রান্না, ভাতের সঙ্গে পোকা এবং শাকের ভিতর ঘাস পাওয়া নিত্যনৈমিত্তিক ব্যাপার।

ডাইনিং এর বাবুর্চি আলী হোসাইন এসব অভিযোগ অস্বীকার করেন।

সর্বশেষ খবর