বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নিজাম হাজারীর এমপি পদে থাকা নিয়ে রুলের রায় কাল

নিজস্ব প্রতিবেদক

ফেনী-২ আসনে সরকারদলীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পদ থাকবে কি না সে বিষয়ে জারি করা রুলের ওপর আগামীকাল ১ মার্চ রায়ের দিন ধার্য হয়েছে। গতকাল বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর একক হাই কোর্ট বেঞ্চ রায়ের এই দিন নির্ধারণ করে। এর আগে কয়েকটি বেঞ্চ এ মামলার শুনানিতে বিব্রত বোধ করার প্রেক্ষাপটে মামলাটি রুল নিষ্পত্তির জন্য হাই কোর্টের এই বেঞ্চে আসে। আদালতে নিজাম হাজারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ ও নুরুল ইসলাম সুজন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও সত্যরঞ্জন মণ্ডল। ‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে বলা হয়, ২০০০ সালের ১৬ আগস্ট অস্ত্র আইনের এক মামলায় নিজাম হাজারীর ১০ বছরের কারাদণ্ড হয়। কিন্তু দুই বছর ১০ মাস কম সাজা খেটে তিনি কারাগার থেকে মুক্তি পান। পরে ওই প্রতিবেদন যুক্ত করে নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া। শুনানি নিয়ে ২০১৪ সালের ৮ জুন রুল জারি করে হাই কোর্ট। রুল শুনানির সময় আদালত সাজা খাটার বিষয়ে নথি তলব করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর