বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
হামলা, গণমাধ্যমের গাড়ি ভাঙচুর

চবিতে ৪ শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগের একাংশ। গতকাল দুপুর ১টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরের সামনে গিয়ে শেষ হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি মনছুর আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি আবদুল মালেক, মোহাম্মদ মামুন, সাখাওয়াত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান মিযান, উপ-দফতরবিষয়ক সম্পাদক মিজানুর রহমান বিপুল, উপ-গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ইকবাল হোসাইন টিপুসহ আরও অনেকে। মিছিলে নেতৃত্বদানকারী সবাই নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর