বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বাংলা ক্রমেই বিশ্বব্যাপী সম্মানজনক আসনে যাচ্ছে

————— ড. আনিসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কারণে বাংলা ক্রমেই বিশ্বব্যাপী সম্মানজনক আসনে যাচ্ছে। এটা আনন্দদায়ক যে, বিদেশে বাংলা ভাষার চর্চা বেশ বেড়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে পড়ালেখা ও গবেষণা করছেন বিদেশিরা। তবে কতটা বিস্তার লাভ করবে এটা দেখার বিষয়। গতকাল সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘আন্তর্জাতিকতার পথে বাংলা ভাষা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতিসংঘ সমিতির (ইউন্যাব) উদ্যোগে এর আয়োজন করা হয়। বিশিষ্ট শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান আরও বলেন, উচ্চ আদালতে বাংলা ভাষার ব্যবহার দেশের সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করে। এটা মানসিকতার ব্যাপার। মন থেকে চাইলে বাংলার ব্যবহার সম্ভব। বাংলায় রায় লিখলে সেটা বিদেশে নজির হিসেবে ব্যবহৃত হবে না— এই যুক্তিতে অনেকে ইংরেজিতে রায়ের পক্ষে বলে থাকেন। এর সমাধান হিসেবে আনিসুজ্জামান বলেন, বাংলায় মূল রায় লিখে পরবর্তীতে ইংরেজিতে একটা সারসংক্ষেপ প্রকাশ করা যেতে পারে। বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার বিষয়ে তিনি বলেন, এ জন্য চেষ্টা চালানো যেতে পারে। তিনি বলেন, পাকিস্তান আমলে উচ্চশিক্ষা বাংলা করার ব্যাপারে উৎসাহ ছিল বেশ। এ জন্য ড. কুদরত-ই-খুদার মতো বিজ্ঞানীরা বাংলায় স্নাতক পর্যায়ে বিজ্ঞান বই লিখেছিলেন। স্বাধীনতার পরে কিছুদিন এ উৎসাহ থাকলেও পরে সেটা আর দেখা যায়নি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। ইউন্যাবের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ শাহেদের সঞ্চালনায় সভায় অন্যরা বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর