বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

নিজস্ব প্রতিবেদক

আদালত অবমাননার অভিযোগে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। এ বিষয়ে করা আবেদনের শুনানি করে গতকাল বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী খান। জানা গেছে, ২০১৩ সালে বিদ্যুৎ না পেয়ে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতিতে স্থানীয় ক্ষুব্ধ কৃষকরা ভাঙচুর করে। এ ঘটনায় ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য দায়ী করে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার মো. হাসান আলীকে কর্তৃপক্ষ বরখাস্ত করলে তিনি হাই কোর্টে রিট করেন। আদালত তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেয়। এর বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সমিতি আপিল করলে সেখানেও হাই কোর্টের আদেশ বহাল থাকে। এরপর হাসান আলী চাকরিতে যোগদানের আবেদন করলেও তা গ্রহণ করা হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর