বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা, আটক ২

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে খুলনায় চাকরিচ্যুত দুই সেনাসদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল ফুলতলা উপজেলার আলকা ১৪ মাইল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হচ্ছেন চাকরিচ্যুত সেনাসদস্য ফারুক হোসেন (নম্বর-৪৫০৬৯৬৩) ও চাকরিচ্যুত ল্যান্স নায়েক শরিফুল ইসলাম (নম্বর-৪০২৬২৫৪)। তাদের বাড়ি পিরোজপুর মঠবাড়িয়া এলাকায়। আটকের পর তাদের কাছ থেকে সেনা নিয়োগের দুটি অপূরণকৃত নিয়োগপত্র, সেনা নিয়োগের প্রশ্নপত্র ও নিয়োগ-সংক্রান্ত ৬টি স্ট্যাম্প সিল উদ্ধার করা হয়। ২০১৬ সালে ভুয়া নিয়োগপত্র দেওয়ায় এ দুজনকে ময়মনসিংহ ও বান্দরবান সেনানিবাস থেকে চাকরিচ্যুত করা হয়। ডিবি পুলিশ জানায়, আটকরা সেনাবাহিনীতে নিয়োগের নিশ্চয়তা দিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। সেনা নিয়োগের চুক্তির টাকা নিতে এলে প্রতারকদের গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা প্রতারণায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের কাছ থেকে ব্রাঞ্চ রিক্রুটিং ইউনিট খুলনা সেনানিবাস, ব্রাঞ্চ রিক্রুটিং ইউনিট যশোর সেনানিবাস, মেজর অধিনায়ক বিআরইউ খুলনা, মেজর অধিনায়ক বিআরইউ রংপুর, মেজর অধিনায়ক বিআরইউ যশোর ও মেজর মেডিকেল অফিসারের স্ট্যাম্প সিল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে ফুলতলা থানায় মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর