বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ইয়েমেনের ওপর অবরোধ জাতিসংঘে প্রস্তাব পাস

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে রাশিয়ার একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। এর আগে ইয়েমেনসংক্রান্ত আরেকটি প্রস্তাব দিয়েছিল যুক্তরাজ্য। দেশটির প্রস্তাবনায় ইয়েমেনে সংঘাত উস্কে দেওয়ার জন্য ইরানকে দায়ী করা হয়েছিল। তাই চীন, রাশিয়া ও বলিভিয়ার বিরোধিতার ব্রিটিশ প্রস্তাবটি পাস হতে পারেনি। এরপরই রাশিয়ার পক্ষ থেকে ওই প্রস্তাবটি দেওয়া হয় যার পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশ ভোট দেয়। উল্লেখ্য, ইয়েমেনে ২০১৫ সালের শুরু থেকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব বিশ্বের একটি জোট। একই সময় থেকে দেশটির বিরুদ্ধে একটি আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞাও কার্যকর আছে। রাশিয়ার প্রস্তাবে সেই নিষেধাজ্ঞা আরও বাড়ানোর প্রস্তাব করা হয়। রাশিয়া টুডে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর