Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৪ মার্চ, ২০১৮ ২৩:৩৬
পল্লীকবি জসীমউদ্দীনের মৃত্যুবার্ষিকী পালিত
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পল্লীকবি জসীমউদ্দীনের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল কবিবাড়ির আঙিনায় এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ৮টায় অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কবির পৈতৃক বাড়ির প্রিয় ডালিম গাছের তলায় কবির সমাধিতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, আনছারউদ্দিন উচ্চবিদ্যালয়, সাহিত্য পত্রিকা উঠোন, কাশফুল সাহিত্য সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। পরে কবিবাড়ির আঙিনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরাদুল হক। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, কবিপুত্র ড. জামাল আনোয়ার, উঠোন সম্পাদক মফিজ ইমাম মিলন প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow