বুধবার, ২১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বিদ্যুতে বেসরকারি বিনিয়োগ ১২ হাজার কোটি টাকা : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশের বিদ্যুৎ খাতে প্রায় ১২ হাজার কোটি টাকার বেসরকারি বিনিয়োগ হয়েছে। এই বিনিয়োগ আরও বাড়ানোর লক্ষ্যে দেশে প্রথমবারের মতো সরকারি কোনো বিদ্যুৎ কেন্দ্র শেয়ারবাজারে আইপিও ছাড়তে যাচ্ছে। গতকাল রাজধানীর একটি হোটেলে আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র (পূর্ব) নির্মাণে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা বলেন। তিনি বলেন, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) প্রথমবারের মতো শেয়ারবাজারে বিনিয়োগ করতে যাচ্ছে। চীনা প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল টেকনিক্যাল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন ও চায়না ন্যাশনাল করপোরেশন ফর ওভারসিজ ইকোনমিক করপোরেশনের সঙ্গে এপিএসসিএল এই চুক্তি স্বাক্ষর করে।

চুক্তি অনুসারে, ১ হাজার ৪৭৩ কোটি টাকার প্রকল্পটির অবকাঠামো ও কারিগরি কাঠামো তৈরি করবে চীনা প্রতিষ্ঠান দুটোর একটি কনসোর্টিয়াম। নির্মিতব্য বিদ্যুৎ কেন্দ্রটিতে জ্বালানি হিসেবে প্রধানত গ্যাস ব্যবহার করা হবে। কম্বাইন্ড সাইকেল প্রযুক্তির বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ শেষ হবে ২০২১ সালের এপ্রিলে। এপিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক এ এম এম সাজ্জাদুর রহমান এবং চীনা দুই কোম্পানির কনসোর্টিয়ামটির ট্যাং উই ও হু জেন জুং নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ।

সর্বশেষ খবর