বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শতাধিক স্থানীয় নির্বাচন আজ

লড়াইয়ে নৌকা-ধানের শীষ

নিজস্ব প্রতিবেদক

শতাধিক স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোটগ্রহণ হবে আজ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। গতকাল সকাল থেকে ভোটকেন্দ্রে  ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল পাঠিয়েছে নির্বাচন কমিশন। একাদশ সংসদ ও পাঁচ সিটির আগে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে বেশ কিছু পৌরসভা, ১১৯ ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন, উপনির্বাচন ও দুই উপজেলা পরিষদ এবং দুই সিটির দুই ওয়ার্ডে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আজ। নির্বাচনে অংশ নিচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা। নৌকা-ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে রয়েছেন তারা। আজ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ভোট উপলক্ষে আজ-কাল বেশ কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। এদিকে অবাধ-নিরপেক্ষ সুষ্ঠু-সুন্দর নির্বাচন অনুষ্ঠান এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এ জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন র‌্যাব, বিজিবি ও পুলিশের সদস্যরা। মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবেন তারা। ভোটের পরে কাল পর্যন্ত তারা মাঠে থাকবেন। এছাড়া আজ ভোটের দিন পৌরসভার প্রত্যেকটি সাধারণ ভোটকেন্দে  ১৯ জন, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দে  ২০ জন, ইউপির প্রতি ভোটকেন্দে  ২০ জন, উপজেলার ভোটকেন্দে  ১৫/১৬ জন এবং সিটি করপোরেশনের ভোটকেন্দে  ২২/২৪ জন পুলিশ, আনসারের সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবেন। সেই সঙ্গে ভোলা, পটুয়াখালী, চট্টগ্রামের বিভিন্ন নির্বাচনে কোস্টগার্ড সদস্যরাও দায়িত্ব পালন করবেন। ইসির কর্মকর্তারা বলেছেন, আজ ৪৮টি ইউপিতে সাধারণ, ৭২টি ইউপির বিভিন্ন পদে উপনির্বাচন, চারটি পৌরসভায় সাধারণ, একটি পৌরসভায় মেয়র পদে ও চারটিতে সাধারণ কাউন্সিলর পদে উপনির্বাচন, ২ পৌরসভায় স্থগিত কেন্দে  ভোট, চট্টগ্রাম ও খুলনা সিটি করপোরেশনের ২টি ওয়ার্ডে উপনির্বাচন ও ২টি উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একাদশ সংসদ ও পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের আগে আজকের স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে জিরো টলারেন্স দেখতে চায় নির্বাচন কমিশন। এ জন্য মাঠ কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকারের নির্বাচন থেকে যেন কোনো ধরনের অনাস্থার সৃষ্টি না হয়, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছে নির্বাচন কমিশন। ইসি জানিয়েছে, এলেঙ্গা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ-বিএনপিরসহ ৩ জন, হালুয়াঘাট পৌরসভায় আওয়ামী লীগ-বিএনপির প্রার্থীসহ ৬ জন।

সর্বশেষ খবর