বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

যৌবনে আমার প্রেম হয়েছে এ দেশের সঙ্গে : কাদের সিদ্দিকী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ভোট ছাড়া যারা সরকারে থাকে, আমি সেই দল করি না, আমি বঙ্গবন্ধুর আদর্শ লালন করি। যৌবনে আমার প্রেম হয়েছে বঙ্গবন্ধুর সঙ্গে, এই দেশের সঙ্গে। গতকাল সকালে গাজীপুরের রাজেন্দ্রপুরে ইকবাল সিদ্দিকী কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, সংবিধান অনুযায়ী দেশের মালিকানা মানুষের— এ কথা লেখা থাকলেও বাংলাদেশের জনগণের মালিকানা ক্ষমতাশালীরা দখল করে রেখেছে। সরকারি অফিস-আদালতে গেলেই টের পাওয়া যায় দেশের মালিক কারা।

ভারতের আসামের এক বিধায়কের বক্তব্যের প্রতিক্রিয়ায় কাদের সিদ্দিকী বলেন, এখন কী হবে তা জানি না, তবে ’৭১-এ ভারতের এমন কোনো ক্ষমতা ছিল না যে তারা বাংলাদেশ দখল করে নেবে। যে বাঙালিকে পিন্ডি বাগে আনতে পারেনি, দিল্লির পক্ষে তাদের পদানত করা সম্ভব ছিল না। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বঙ্গতাজ তাজউদ্দীনের নাতিকে যেদিন গুলশান থানায় নির্যাতন করা হয়েছে সেদিন প্রকারান্তরে গোটা মুক্তিযুদ্ধকে ও মুক্তিযোদ্ধাদের এমনকি আমাকেও নির্যাতন করা হয়েছে, অথচ তার কোনো বিচার হয়নি। আমরা নিজের মানুষকে, নিজের ঘরের মানুষকে সম্মান করতে শিখিনি, সম্মান দিতেও জানি না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। প্রধান অতিথি কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন।

সর্বশেষ খবর