মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

আন্দোলনকারীদের দাবি যৌক্তিক

———— মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবিকে ‘যৌক্তিক’ বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধা, নারী ও প্রান্তিক জাতিগোষ্ঠীর কোটা ব্যতিরেকে বাকিসব কোটা বাতিল করা হবে। গতকাল দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের এই অবস্থান তুলে ধরেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘আমরা জানি এদেশকে সত্যিকার অর্থে গড়ে তুলতে হলে মেধার কোনো বিকল্প নেই। এই লক্ষ্যে স্থির থেকেও আমরা সংশ্লিষ্ট বিষয়গুলো যৌক্তিক বিবেচনায় এনে ভিশন-২০৩০-এ বলেছি, মেধার মূল্যায়ন নিশ্চিত করার লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ সংস্কার করা হবে। মুক্তিযোদ্ধার সন্তান, নারী ও প্রান্তিক জাতি-গোষ্ঠীর কোটা ব্যতিরেকে বাকিসব কোটা পদ্ধতি বাতিল করা হবে।’ সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘দুই বছর আগে দেওয়া ভিশন-২০৩০-এ এই বিষয়টি (কোটা) সরকার বিবেচনায় নিলে এ পরিস্থিতির উদ্ভব হতো না। গণতন্ত্রের নিয়ম পদ্ধতির প্রতি এই সরকারের কোনো শ্রদ্ধাবোধ নেই, যা গত প্রায় এক দশকে বর্তমান সরকার বারবার তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করেছে। যার ফলশ্রুতিতে বর্তমান শাসকদের দেশ পরিচালনায় অন্যায়-অবিচারের শিকার হয়েছেন দেশের জনগণ, বিশেষ করে মেধাবী ও শিক্ষিত তরুণ সমাজ।’

রবিবার রাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ক্ষমতাসীন ছাত্র সংগঠনের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘প্রার্থী ও ছাত্র-ছাত্রীদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনের ওপর বিনা উসকানিতে পুলিশের বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করছি এবং আন্দোলনে অংশগ্রহণকারী যাদেরকে গ্রেফতার করা হয়েছে— তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’ তিনি বলেন, ‘আন্দোলনের যে কোটার বিষয়টি মূল প্রতিপাদ্য— সে সম্বন্ধে দেশের চার কোটি শিক্ষিত যুব সমাজের জীবন-জীবিকার প্রশ্ন জড়িত। এ সম্বন্ধে বিএনপির নীতিনির্ধারণী কমিটি সম্পূর্ণ অবহিত এবং বিষয়টি নিয়ে তারা উৎকণ্ঠিত।’

সর্বশেষ খবর