মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

রংপুরে ঘুষসহ প্রাথমিক শিক্ষার ডিডি আটক

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বদলি করার জন্য এক শিক্ষকের কাছ থেকে ৬০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় প্রাথমিক শিক্ষা অধিদফতর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) সিরাজুল ইসলামকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। গতকাল সন্ধ্যা পৌনে ৭টায় নিজ কার্যালয়ে তাকে আটক করা হয়। দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক জাহাঙ্গীর আলম জানান, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বালিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শারমিন আক্তার তার বাড়ি কাছাকাছি বিদ্যালয়ে বদলির জন্য ডিডি সিরাজুল ইসলামের কাছে আবেদন করেন।

‘হচ্ছে হবে’ বলে একমাস ধরে তাকে ঘুরাচ্ছিলেন সিরাজুল। এক পর্যায়ে তিনি ওই শিক্ষকের কাছে ৬০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি দুদককে অবহিত করেন শিক্ষক শারমিন। গতকাল সন্ধ্যা পৌনে সাতটায় ডিডি সিরাজুলের কক্ষে ঢুকে শিক্ষক শারমিন ৬০ হাজার টাকা দেন। এ সময় দুদক ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল কক্ষে ঢুকে ডিডি সিরাজুলকে হাতেনাতে আটক করে।

সর্বশেষ খবর