মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গা প্রত্যাবর্তনে চীনের সহযোগিতা চাইলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের শান্তিপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবর্তনের বিষয়ে চীনের সহযোগিতা চেয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ ভবনে গতকাল বাংলাদেশে নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. জ্যাং জু স্পিকারের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা চান।

এ সময় স্পিকার বলেন, বাংলাদেশ আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ স্থায়ী প্রত্যাবর্তন চায়। এ সময় চীনের রাষ্ট্রদূত রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবর্তনে বাংলাদেশের পাশে থেকে চীনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।

জ্যাং জু রপ্তানি বাণিজ্যসহ সকল প্রকার বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে উত্তরাঞ্চলের সঙ্গে সংযুক্ত করে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে উন্নীত করবে।

সর্বশেষ খবর