মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ফেসবুক গুগলের ১০ বছরের আয় জানতে রিট

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ থেকে গুগল, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব ও ফেসবুক গত ১০ বছরে অনলাইনে কত টাকা আয় করেছে এবং এই টাকার ওপরে সরকার কত শতাংশ রাজস্ব আদায় করতে পেরেছে সে বিষয়ে জানতে চেয়ে হাই কোর্টে একটি রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী গতকাল হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। অর্থ সচিব, আইন সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। রিটকারীদের আইনজীবী হুমায়ুন কবির পল্লব সাংবাদিকদের জানান, ৭ এপ্রিল গুগল, ফেসবুকসহ ইন্টারনেটভিত্তিক অন্য প্রতিষ্ঠানগুলোর রাজস্ব ফাঁকির বিরুদ্ধে ইমেইল ও কুরিয়ারের মাধ্যমে লিগ্যাল নোটিস পাঠান সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী। নির্দিষ্ট সময়ের মধ্যে এর জবাব না পেয়ে এ রিট আবেদন করা হয়েছে। আইনজীবী হুমায়ুন কবির পল্লব জানান, প্রযুক্তির যুগে গুগল, ফেসবুক আজকাল প্রাত্যহিক জীবনের অংশ। ইন্টারনেট ব্যবহারকারীরা এখন সোশ্যাল মিডিয়ার প্লাটফরমে বিজ্ঞাপন দেখতে আগ্রহী। দিন দিন এর ব্যবহার বাড়ছে। বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা।

 এ সুযোগে বিজ্ঞাপন প্রদর্শন করে দেশ থেকে কোটি কোটি ডলার নিয়ে যাচ্ছে ইন্টারনেট-সংশ্লিষ্ট বিশ্বের নামিদামি প্রতিষ্ঠানসমূহ। রিটকারী ছয় আইনজীবী হলেন মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ কাউসার, আবু জাফর মো. সালেহ, অপূর্ব কুমার বিশ্বাস, মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম ও মোহাম্মদ মাজেদুল কাদের।

সর্বশেষ খবর