মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ। রবিবার বিকালে উত্তরা-পূর্ব থানা এলাকার চার নম্বর সেক্টর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে হাসিবুল হক সিহাব বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ছাড়া আকাশ, অমিত ও সায়াফ চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ বিষয়ে গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, আটককৃতরা শতভাগ কমনের নিশ্চয়তা দিয়ে ফেসবুক পেইজ ও ম্যাসেঞ্জারের মাধ্যমে শিক্ষার্থীদের প্রলোভন দেখাত। এরপর বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিত। গ্রেফতারকৃতরা ফেসবুকে বিভিন্ন আকর্ষণীয় নামে গ্রুপ তৈরি করত। গ্রুপের মাধ্যমে পরীক্ষার্থীদের ভুয়া প্রশ্নপত্রের কিছু অংশ দেখিয়ে বিশ্বাস অর্জন করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। আংশিক প্রশ্ন দেখিয়ে টাকার পরিমাণ প্রথমে ২০০ থেকে ৩০০ টাকা এবং পরবর্তীতে এক থেকে দেড় হাজার টাকা ছাড়িয়ে যেত।

সর্বশেষ খবর