মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
রেলের জেটিআই পদোন্নতি

পরীক্ষা বাতিলে ডিজির নির্দেশও উপেক্ষিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ রেলওয়ের জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর (জেটিআই) এর পদোন্নতি পরীক্ষা হয়েছে বছর দুয়েক আগে। কিন্তু অভিযোগ উঠেছে নানাবিধ অনিয়মের মধ্যে এই পরীক্ষা হয়। তার পরেও যাচাই-বাছাই করে ১১ জনের পদোন্নতি চূড়ান্ত করে পরীক্ষা কমিটি। কিন্তু অনিয়মের অভিযোগে পরীক্ষার্থীসহ রেল কর্তৃপক্ষের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় গত বছরের ১২ সেপ্টেম্বর বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে এক আদেশে পরীক্ষার ফলাফল বাতিল করে নতুন করে পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য পূর্বাঞ্চলের জিএমকে নির্দেশ দেয়। কিন্তু এখনো সেই আদেশ বাস্তবায়ন হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) সৈয়দ ফারুক আহমেদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এটা ট্রাফিক বিভাগই ভালো বলতে পারবে। তারপরও আমি খবর নিয়ে দেখছি।’

সর্বশেষ খবর