মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
প্রেস ক্লাবে সেমিনার

সচেতন হলে হার্ট অ্যাটাক ঝুঁকি এড়ানো সম্ভব

— ডা. শুভ দত্ত

নিজস্ব প্রতিবেদক

ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শুভ দত্ত বলেছেন, সচেতনতার কারণে উন্নত বিশ্বে যখন হৃদরোগ কমে আসছে তখন অসচেতনতার কারণে এখানে হৃদরোগীর হার উদ্বেগজনক হারে বাড়ছে। কারণ আমরা রোগের চিকিৎসা করি কিন্তু রোগ প্রতিরোধ করি না। আমরা জানি না হার্ট অ্যাটাক হওয়ার পর জীবনীশক্তি ৩০ ভাগ কমে যায়। অথচ আগে থেকেই হৃদরোগের বিষয়ে সচেতন হলে অ্যাটাকের ঝুঁকি এড়ানো সম্ভব। হৃদরোগের ঝুঁকি এড়াতে তিনি লাইফ স্টাইল চেঞ্জ করার আহ্বান জানান। গতকাল জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত হৃদরোগ ও মেরুদণ্ড সচেতনতা বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এই সেমিনারে মেরুদণ্ডের চিকিৎসার বিষয়ে আধুনিক চিকিৎসাসেবা প্রসঙ্গে বক্তব্য রাখেন স্পাইনাল কর্ড সার্জন ডা. সূমায়ু দত্ত। তিনি বলেন, হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা মেরুদণ্ডের সমস্যার সঙ্গে স্নায়ুর সম্পর্ক রয়েছে। খাবার নিয়ন্ত্রণ, ওজন নিয়ন্ত্রণ ও সচেতনতার মাধ্যমে এসব থেকে আমরা মুক্ত থাকতে পারি। অনেকে এই চিকিৎসা সম্পর্কে জানেন না বলে প্যারালাইজড হয়ে যাওয়ার ভয় পান। এ সময় তিনি মেরুদণ্ডের চিকিৎসায় আধুনিক প্রযুক্তি প্রয়োগের ডেমোট্রেশন প্রদর্শন করে বলেন, এখন বড় অপারেশন করতে হয় না। ছোট ছিদ্র করে মাইক্রো ইন্সট্রুমেন্টের মাধ্যমে জটিল অপারেশন সহজে করা যায় এবং এক সপ্তাহের মধ্যে কর্মস্থলে যোগ দেওয়া যায়। পরে উভয়ে রাত ৮টা পর্যন্ত প্রায় একশ ক্লাব সদস্যকে ব্যবস্থাপত্র দেন।

এর আগে সাংবাদিকদের সেবা দেওয়ার জন্য এগিয়ে আসায় ঢাকা সফররত উভয়কে স্বাগত ও ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাবেক সভাপতি হাসান শাহরিয়ার, ডা. মোড়ল নজরুল ইসলাম।

সর্বশেষ খবর