বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮ ০০:০০ টা

নিউইয়র্কে শহীদ জননী জাহানারা ইমামের জন্মবার্ষিকী পালিত

প্রতিদিন ডেস্ক

নিউইয়র্কে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি শহীদ জননী জাহানারা ইমামের ৮৯তম জন্মবার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে গত ৩ মে জ্যামাইকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফাহিম রেজা নুর। সূত্র এনআরবি নিউজ। আলোচনা সভায় নির্মূল কমিটির উপদেষ্টা চলচ্চিত্রকার কবির আনোয়ার বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের পর যে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছিল, সেই বাংলাদেশকে আবার মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনতে শহীদ জননী জাহানারা ইমাম যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তা বাঙালি জাতি কোনো দিন ভুলতে পারবে না।’ সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মনির হোসেন, ওমর ফারুক খসরু, মূলধারার রাজনীতিক মোরশেদ আলম, সাবেক ছাত্রনেতা কামাল হোসেন মিঠু, একুশে চেতনা মঞ্চের আহ্বায়ক ওবায়দুল্লাহ মামুন, শাহীদ রেজা নুর, সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট ইউএসএ’র আহ্বায়ক শুভ রায়, ইসমাইল হোসেন স্বপন প্রমুখ।

সর্বশেষ খবর