বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮ ০০:০০ টা

বি. চৌধুরীর বাসায় বৈঠক করলেন ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট নেতাদের সঙ্গে বৈঠক করলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গতকাল রাত সাড়ে ৯টায় রাজধানীর বারিধারায় বি. চৌধুরীর বাসায় যান সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। পরে যুক্তফ্রন্ট নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি ও যুক্তফ্রন্ট নেতা আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, ড. কামালকে যুক্তফ্রন্টে নেওয়ার জোর চেষ্টার অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।

নীতিগতভাবেও ড. কামাল এ জোটের সঙ্গে রয়েছেন। শুরুতেই এ জোট গঠনে তারও অভিপ্রায় ছিল। জোটকে শক্তিশালী করে কার্যকর ভূমিকা পালন নিয়েও কথাবার্তা হয়।

 এ ছাড়া প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতারা কথাবার্তা বলেন। এ মুহূর্তে জোটগতভাবে কিছু করারও আশাবাদ ব্যক্ত করেন তারা।

বৈঠক শেষে বেরিয়ে এসে মাহমুদুর রহমান মান্না বাংলাদেশ প্রতিদিনকে জানান, চলমান পরিস্থিতি নিয়ে আমরা কথাবার্তা বলেছি। আগামী নির্বাচন কীভাবে করা যায় তা নিয়েও মতামত এসেছে। তবে কোনো কিছুই চূড়ান্ত হয়নি।

সর্বশেষ খবর