রবিবার, ১৩ মে, ২০১৮ ০০:০০ টা

দেশের গান ‘এখনো গেল না আঁধার’

সাংস্কৃতিক প্রতিবেদক

রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গানে গানে স্বদেশপ্রেম তুলে ধরলেন সংগীত সংগঠন সুরতীর্থের শিল্পীরা। গত সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘এখনো গেল না আঁধার’ শিরোনামের এ আয়োজন। সংগঠনের সভাপতি মিতা হকের পরিচালনায় এতে একক ও সম্মেলক গান পরিবেশন করেন সুরতীর্থের শিল্পীরা। সেমন্তী মঞ্জুরীর কণ্ঠে কবিগুরুর স্বদেশ পর্যায়ের গান ‘সার্থক জনম আমার’ দিয়েই শুরু হয় সংগীত পর্ব। এরপর সংগঠনের শিল্পীরা সম্মেলক কণ্ঠে পরিবেশন করেন ‘হিংসায় উন্মত্ত পৃথ্বী’ ও ‘মোরা সত্যের পরে মন’। একক কণ্ঠে রবিঠাকুরের গান পরিবেশন করেন অরুণা চক্রবর্তী, শায়লা ইমাম কান্তা, ফারাহ হাসান মৌটুসী, আরমিন মুসা, শিবানী ধর, শুক্লা পাল সেতু প্রমুখ। বাফার প্রতিষ্ঠাবার্ষিকী : নানা বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠার ৬৩ বছর উদ্যাপন করেছে বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা)। নাগরিক সমাবেশ, স্মৃতিচারণা এবং নাচ, গান দিয়ে সাজানো ছিল বর্ণিল এ আয়োজন। গতকাল বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিষ্ঠাবার্ষিকীর তিন মাসব্যাপী এ আনন্দ আয়োজনের উদ্বোধন করেন ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামান। এতে স্বাগত বক্তৃতা করেন বাফার সম্পাদক মো. ফজলুর রহমান।

দুই অ্যালবামের প্রকাশনা : নজরুলের গান নিয়ে অনিন্দিতা চৌধুরীর ‘নয়নের নীরে’ ও বিজনচন্দ্র মিস্ত্রীর ‘বনে বনে লাগল দোল’ নামের দুটি অ্যালবাম প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। গতকাল বিকালে বেঙ্গল বইঘরে অ্যালবাম দুুটির মোড়ক উন্মোচন করেন শিল্পী সাদিয়া আফরিন মল্লিক ও খায়রুল আনাম শাকিল। মোড়ক উন্মোচন শেষে অনিন্দিতা চৌধুরী ও বিজনচন্দ্র মিস্ত্রী গান গেয়ে শোনান।

আনন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী : আনন্দ শোভাযাত্রা, নাচ, গান, কথামালা আর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে আনন ফাউন্ডেশন। গতকাল বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনের এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিশু সাহিত্যিক রফিকুল হক দাদু ভাই। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি স ম শামসুল আলমের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন ছড়াকার সিরাজুল ফরিদ, শিল্পী বুলবুল মহলানবীশ, শিশু সাহিত্যিক জাহাঙ্গীর আলম জাহান। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের মহাসচিব নজরুল ইসলাম নঈম। অনুষ্ঠানে শিশু সাহিত্যিক কাইজার চৌধুরীকে প্রদান করা হয় আনন শিশু সাহিত্য পুরস্কার ২০১৮।

হোমেজ টু মাই লেডি : স্ত্রী আমিনা বশীরকে নিয়ে ১২টি ড্রইং এঁকেছেন শিল্পী মুর্তজা বশীর। সেই ১২টি ড্রয়িং নিয়ে ‘হোমেজ টু মাই লেডি’ শিরোনামের প্রদর্শনীর আয়োজন করেছে গ্যালারি কায়া। গতকাল বিকালে গুলশানের ফোর পয়েন্টস বাই শেরাটনে শিল্পসংগ্রাহকদের সামনে এ ফোলিওটির মোড়ক উন্মোচন করেন শিল্পী মুর্তজা বশীর। এ সময় উপস্থিত ছিলেন গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী।

সম্মাননা পেলেন মিতা হক : রবীন্দ্রনাথের গানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা সম্মাননা’ পেলেন শিল্পী মিতা হক। জাতীয় রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা আয়োজিত তিন দিনের ৩০তম রবীন্দ্রসংগীত উৎসবের সমাপনী আসরে গতকাল বিকালে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সর্বশেষ খবর