বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮ ০০:০০ টা

‘সরকারের সদিচ্ছা থাকলে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ভোট সম্ভব’

নিজস্ব প্রতিবেদক

সরকারের সদিচ্ছার মাধ্যমেই সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচনে নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হতে পারে বলে মন্তব্য করেছেন প্রগতিশীল জোটের চেয়ারম্যান মো. জাকির হোসেন। তিনি বলেন, সুষ্ঠু ভোটের জন্য সমঝোতার ভিত্তিতে অরাজনৈতিক তত্ত্বাবধায়ক সরকার নয়, নির্বাচনকালীন সরকার গঠন হতে পারে। আর প্রয়োজনে সে সরকারের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হতে পারেন। গতকাল জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন তিনি। এ সময় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় আইনজীবী সমিতির সভাপতি জাকির হোসেন আরও বলেন, আমাদের উন্নয়নমুখী এ দেশকে ঘিরে অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র হয়েছে। এ চক্রান্ত শুধু দেশের ভিতরে নয়, বাইরে থেকেও হয়। চক্রান্তকারীরা সব সময় সক্রিয়। এ চক্রান্তের কারণে দেশটা যেন আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়ার মতো না হয় সেজন্য প্রয়োজন সব মহলের ঐক্য। তিনি বলেন, বর্তমান সরকারসহ সবাইকে সজাগ থাকতে হবে। দেশকে অকার্যকর ব্যর্থ রাষ্ট্র, গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করার জন্য যারা অপচেষ্টা চালাবে তাদের চিহ্নিত করতে হবে।

সর্বশেষ খবর