বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮ ০০:০০ টা

সক্রিয় রাজনৈতিক দল নিবন্ধন বঞ্চিত হওয়ায় সিপিবির উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

সক্রিয় কয়েকটি রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন নির্বাচন কমিশন বিবেচনায় না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন, রাজনৈতিক দলে সংগঠিত হওয়ার অধিকার সাংবিধানিক। নির্বাচন কমিশন নিবন্ধনের নামে স্বেচ্ছাচারিতা করায় এই সাংবিধানিক অধিকার খর্ব হয়েছে। দেশের সক্রিয় ও পরিচিত দলের মধ্যে অন্যতম হচ্ছে ঐক্য ন্যাপ, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ জাসদ। কিন্তু এসব দলের নিবন্ধন আবেদন বিবেচনা করেনি ইসি। বিপরীতে রাজনীতিতে প্রায় নিষ্ক্রিয় একাধিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। যাতে নির্বাচন কমিশন নিজের নিরপেক্ষ স্বাধীন সত্ত্বা প্রমাণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা প্রয়োজন নিবন্ধনের শর্ত শিথিল করে সংক্রিয় রাজনৈতিক দলের নিবন্ধন দিতে আহ্বান জানান।

সর্বশেষ খবর