শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা

কুড়িগ্রাম-৪ আসনের সীমানা নির্ধারণ নিয়ে হাই কোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

একাদশ সংসদ নির্বাচনের আগে কুড়িগ্রাম-৪ আসনের সীমানা পুনরায় নির্ধারণ করে নির্বাচন কমিশনের করা গেজেট কেন বাতিল ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে  চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। একটি রিটের শুনানি করে গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। জানা গেছে, ২০১৩ সালের ৩ জুলাই কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার কিছু অংশ) আসনের সীমানা নির্ধারণ করা হয়। যার মধ্যে চিলমারী উপজেলার অষ্টমীর চর, নয়ারহাট এবং সাহেবের আলগা ইউনিয়ন ছিল না। ২০১৮ সালে এই ইউনিয়নগুলো যোগ করে পুনরায় সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এ বিষয়টি নিয়ে হাই কোর্টে রিট করেন রাজিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই সরকার। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, কুড়িগ্রাম জেলা প্রসাশক, জেলা রিটার্নিং অফিসার, রৌমারী, রাজিবপুর, চিলমারী ও উলিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ মোট আটজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর