শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা

রমনায় নির্যাতিত গৃহকর্মী উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রমনা এলাকার ইস্কাটন গার্ডেনের একটি বাসা থেকে নির্যাতনের স্বীকার জাহিদুল ইসলাম শাওন (১২) নামে এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়। বুধবার রাত ১২টার দিকে ইস্কাটন গার্ডেনের ১২/এ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, গৃহকর্তা মোজাফফর হোসেনের ছেলে তানজিরুল ইসলাম, মেয়ে তামান্না খানম ও তার স্বামী ইকবাল হোসেন। শাওন চাঁদপুর জেলার উত্তর সাহেবগঞ্জ গ্রামের জাহাঙ্গীর হোসেন কালুর ছেলে। জানা গেছে, শাওন গত ৭ মাস ধরে ইস্কাটন গার্ডেনের ওই বাসায় কাজ করত। একমাস আগে ওই বাসায় টাকা চুরি হয়। এ ঘটনায় বাড়ির মালিকের ছেলে তানজিরুল ইসলাম, মেয়ে তামান্না খানম ও ইকবাল হোসেন মিলে তাকে মারধর করে। রমজান মাসে তার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। বিষয়টি জেনে প্রত্যক্ষদর্শীরা ৯৯৯ এ ফোন দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাওনকে উদ্ধার করে।  এ বিষয়ে রমনা থানার এসআই মোশারফ হোসেন জানান, উদ্ধারের সময় তার শরীরের বিভিন্ন জায়গায় মারধরের আঘাতের চিহ্ন দেখা যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ৫ জনের নামে মামলা হয়েছে।

সর্বশেষ খবর