শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা

কর্মসম্পাদন চুক্তি করল বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভাগ ও সংস্থাগুলোর সঙ্গে মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিতিতে বাণিজ্য সচিব শুভাশীষ বসুর সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন বিভাগ ও সংস্থার প্রধানরা এ চুক্তিতে সই করেন। প্রধানমন্ত্রীর নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দিকনির্দেশনা অনুযায়ী প্রতিবছর এ চুক্তি করা হয়। বাণিজ্যমন্ত্রী এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহিত করেন এবং দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে সবার প্রতি আহ্বান জানান। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভাগগুলো হলো— বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ ট্যারিফ কমিশন, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই), আমদানি ও রপ্তানি অধিদফতর, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, জয়েন্ট স্টক কোম্পানি এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. জহির উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রধান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর