শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

রাষ্ট্রায়ত্ত ব্যাংককে মূলধন না দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে মূলধন ঘাটতি পূরণে সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়ার প্রবণতা বন্ধ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এ সুপারিশ করে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী। কমিটির সদস্য আবদুর রাজ্জাক, এ বি তাজুল ইসলাম, ইউসুফ আবদুল্লাহ হারুন, শাহানারা বেগম এবং এটিএম আব্দুল ওয়াহহাব এ সময় উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে এর আগে গঠিত সংসদীয় উপকমিটি ২৩টি সুপারিশমালাসহ একটি প্রতিবেদন উপস্থাপন করে। প্রতিবেদনে বলা হয়, খেলাপি ঋণের সমুদয় অর্থ আদায়ের জন্য অধিকাংশ ক্ষেত্রেই অগ্রণী ও বেসিক ব্যাংক গ্রাহকের বিরুদ্ধে ফৌজদারি বিধিতে কোনো ব্যবস্থা নেয়নি। এজন্য অগ্রণী ও বেসিক ব্যাংকের গ্রাহক প্রতিষ্ঠানের ঋণ হিসেবে সংঘটিত অনিয়মের জন্য দায়ী কর্মকর্তাদের দায় দায়িত্ব নির্ধারণ করে সংশ্লিষ্ট ব্যাংকের প্রচলিত চাকরি প্রবিধানমালার নির্দেশনা মোতাবেক তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দেওয়ানি ও ফৌজদারি বিধিতে মামলা করার সুপারিশ করা হয়। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক কর্তৃক বেসরকারি ব্যাংকের প্রভিশন রাখার বাধ্যবাধকতা শিথিল করা আইনানুগ হয়নি বলে উল্লেখ করা হয়। বাংলাদেশ ব্যাংকের বিআইসি রিপোর্ট অবজ্ঞা করে যাতে ঋণ না দেও্য়া হয় সেটা নিশ্চিত করাসহ বোর্ড বহির্ভূত সিদ্ধান্ত বাস্তবায়ন যেন না হয় তা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে পুনরায় প্রভিশন রাখার বাধ্যবাধকতা শিথিল না করার সুপারিশ করা হয় প্রতিবেদনে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্যাংকগুলোর দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে লোকসান হওয়ার ফলে ব্যাংকের মূলধন ঘাটতি দেখা দেয়। ফলে সরকারকে জাতীয় বাজেট থেকে বরাদ্দের মাধ্যমে ঘাটতি পূরণের জন্য প্রায়ই ব্যাংক অনুরোধ করে। এ ধরনের ঘাটতি পূরণের প্রবণতা বন্ধ করতে যথাযথ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। যেসব ক্ষেত্রে মূলধন ঘাটতিপূরণ অপরিহার্য হয়ে পড়ে সেসব ক্ষেত্রে ব্যাংকের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা উন্নয়নের শর্তসাপেক্ষে ঘাটতি পূরণ করা যেতে পারে। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, কমিটির সুপারিশমালা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ খবর