বুধবার, ১৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বাস-লেগুনা সংঘর্ষে নিহত তিন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রূপনগরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। গতকাল সকালে বেড়িবাঁধ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ পাশে আশুলিয়া সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে। পরে উত্তরা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। ঢামেক সূত্র জানান, মায়ের দোয়া পরিবহনের একটি বাস ঢাকা থেকে সাভারের দিকে যাচ্ছিল। আর লেগুনাটি সাভার থেকে আসছিল ঢাকার দিকে। পরিবহন দুটির মুখোমুখি সংঘর্ষ হলে অন্তত ১৫ জন আহত হন।

লেগুনার চালক তার দুমড়ে যাওয়া গাড়ির মধ্যে আটকা পড়েন। ওই চালকসহ তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। তারা হলেন লেগুনার চালক হান্নান (২২), তাওহিদ নামে ১০ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থী এবং অজ্ঞাত এক ব্যক্তি। তার বয়স আনুমানিক ৬৫ বছর।

রূপনগর থানার এসআই মাসুম জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

সর্বশেষ খবর