বুধবার, ১৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

সেই প্রতিনিধিদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার পর থেকে যেসব নিবন্ধিত দলের প্রতিনিধি সংসদে ছিল সেই দলগুলোর সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে গণফ্রন্টের চেয়ারম্যান মো. জাকির হোসেন। নির্বাচনকালীন সরকার গঠন সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন, এটি তত্ত্বাবধায়ক সরকার নয়, আবার অরাজনৈতিক সরকারও নয়। প্রয়োজনে সমঝোতার মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী হতে পারেন এই সরকারের প্রধান। গতকাল পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জাকির হোসেন আরও বলেন, বর্তমান সংসদ বহাল রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে। নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতার স্বার্থে নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে।

সর্বশেষ খবর