বুধবার, ১৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ভেজালবিরোধী অভিযানে ১৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় ভেজালবিরোধী পৃথক অভিযানে ১০ প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ডেমরা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে বিএসটিআইর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। আর গুলশান ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ৭ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সংস্থাটির সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল ও জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে গুলশান-১ এর বায়ো ফার্মাকে ৩০ হাজার টাকা, উত্তর বাড্ডার বুশরা মেডিসিনকে ১০ হাজার টাকা, মধ্য বাড্ডার মেডিনেট ফার্মাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন এবং পঁচা খাবার সংরক্ষণের অভিযোগে উত্তর বাড্ডার হযরত শাহ চন্দ্রপুরী হোটেল অ্যান্ড বিরানিকে ৫ হাজার টাকা, মুধ মিলন চাইনিজকে ২০ হাজার টাকা, গুলশান-১ এর ফখরুদ্দীন বিরিয়ানীকে ৫০ হাজার টাকা এবং সিপি ফাইভ স্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই সূত্র জানায়, অবৈধভাবে বেকারি পণ্য তৈরির অভিযোগে যাত্রাবাড়ী এলাকার সুপার মর্নিং ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। বিএসটিআইর অনুমতি ছাড়া পণ্য উৎপাদন করায় এস টি ড্রিংকিং ওয়াটারকে ৪০ হাজার টাকা এবং ডেমরা এলাকায় মশার কয়েল উৎপাদনকারী লতা কেমিক্যালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।  এ দিকে পাঁচ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২১ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত। গতকাল এসব প্রতিষ্ঠানের বিরম্নদ্ধে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার টেষ্ট না করে রিপোর্ট প্রদান ও অপারেশন থিয়েটারে  মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং সার্জিক্যল সামগ্রী ব্যবহার করার অভিযোগ ছিল।  অভিযোগের সত্যতা পেয়ে কাকরাইল এলাকায় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল, ইফতি ডায়াগনেস্টিক সেন্টার, রয়েল ডাগায়নেস্টিক সেন্টার, রাজধানী ডায়াগনেস্টিক সেন্টার ও ইসলামী ব্যাংক স্প্যাসাইলাইড হসপিটালকে এ জরিমানা করা হয়। এ ছাড়া আরো দুটি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন ডিজি হেল্থ।

সর্বশেষ খবর