বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

কর্ণেল অলির উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র চেয়ারম্যান ড. কর্ণেল (অব.)অলি আহমদ বীর বিক্রমের গাড়িবহরে হামলা, ভাংচুর ও হত্যা চেস্টার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রামের আইনজীবীরা। গতকাল সকালে কোর্ট বিল্ডিংয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আইনজীবীদের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ১২ জুলাই কুমিল্লার ড. রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে যোগ দিতে গেলে কর্ণেল অলি’র গাড়িবহরে এই হামলার ঘটনা ঘটে। গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদৎ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও জাতীয়তাবাদী  আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

 আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. এনামুল হক, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার সারোয়ার, মহানগর বিএনপি’র সহ-সভাপতি এড. মফিজুল হক ভূঁইয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. মো. জহুরুল আলম, আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. এরশাদুল রহমান রিটু প্রমুখ। সভায় বক্তারা কর্ণেল অলির উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান। তারা দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধিনে সংসদ নির্বাচন ও কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবী জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর