বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ভারতীয় সংসদে বিরোধী দলের অনাস্থা প্রস্তাব

নয়াদিল্লি প্রতিনিধি

লোকসভার (ভারতীয় সংসদের নিম্নকক্ষ) স্পিকার সুমিত্রা মহাজন গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক এলায়েন্স (এনডিএ) সরকারের বিরুদ্ধে তেলেগু দেশম পার্টির (টিডিপি) কেসিনেনি শ্রীনিবাসের আনা অনাস্থা প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করেছেন। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসসহ সব বিরোধী দল এ প্রস্তাবের সমর্থন দিয়েছে। মোদি সরকারের চার বছর শাসনকালে এই প্রথম সংসদে অনাস্থা প্রস্তাব পেশ করা হলো। বিরোধী দলগুলো সরকারের সার্বিক ব্যর্থতা ও ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পরিপালন না করার অভিযোগে এ প্রস্তাব আনে।

মোদি সরকারের প্রতি লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন রয়েছে। তাই এ অনাস্থা প্রস্তাব সহজেই নাকজ করে দেওয়া সম্ভব হবে। তবে বিরোধী দলগুলোর কৌশল হলো এ অনাস্থা প্রস্তাবের মধ্য দিয়ে এনডিএ জোটের মধ্যে ফাটল ধরানো। অনাস্থা প্রস্তাবের ওপর আগামীকাল আলোচনা হবে। বিরোধীদলীয় জোটের যারা প্রস্তাবটি তুলেছেন স্পিকার তাদের নাম উল্লেখ করে বলেন, লটারিতে নাম ওঠায় টিডিপির কেসিনেনি শ্রীনিবাস সংসদে অনাস্থা প্রস্তাবটি উত্থাপন করবেন। ভারতের সংসদবিষয়ক মন্ত্রী অনন্ত কুমার বলেন, এ অনাস্থা প্রস্তাব মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর