বুধবার, ১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ছাত্রলীগের সভাপতি শোভন সম্পাদক গোলাম রাব্বানী

কমিটি ঘোষণার পরই ঢাবিতে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে মো. রেজানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নাম ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতা বলে আগামী ২ বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি অনুমোদন করেন। গতকাল রাতে সভানেত্রীর পক্ষে  কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হলেন— সঞ্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন। ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো. ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়। ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহমেদ। নতুন এই কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নতুন কমিটির প্রতি অসন্তোষ প্রকাশ করে ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি শোভনের অনুসারীদের ওপর হামলা চালায় বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, এ ধরনের ঘটনা কাম্য নয়। জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পাওয়া মো. রেজানুল হক চৌধুরী শোভন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। তিনি বিদায়ী কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। অন্যদিকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া গোলাম রাব্বানী একই বিভাগের ছাত্র। তিনি বিদায়ী কমিটির শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ছিলেন।

গত ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্যবার সম্মেলনে কমিটি ঘোষণা করা হলেও এবার সমঝোতার মাধ্যমে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন কারণে কমিটি ঘোষণার সময় পিছিয়ে যায়। সম্মেলনের আড়াই মাস পর গত রাতে কমিটি ঘোষণা করা হলো। কমিটির ঘোষণার আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের পদপ্রত্যাশীদের গণভবনে ঢেকে তাদের সঙ্গে কথা বলেন। গতকাল কমিটি ঘোষণার আগে তিনি ২৯তম সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের সঙ্গেও কথা বলেন। এবার কেন্দ্রীয় কমিটিসহ গুরুত্বপূর্ণ ৪টি শাখায় নারী নেতৃত্বের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা হয়নি।

সর্বশেষ খবর