বুধবার, ১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

এরশাদের কাছে ১৬ আসন চায় বিএনএ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) শরিক দল বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) আগামী সংসদ নির্বাচনে ১৬টি আসন চেয়েছে। সম্প্রতি বিএনএ চেয়ারম্যান সেকেন্দার আলী মনি জোটপ্রধান এইচ এম এরশাদের কাছে ১৬টি আসনের তালিকা পাঠিয়েছেন। আসনগুলো হচ্ছে- বাগেরহাট-৩ আসনে সেকেন্দার আলী মনি, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন বরগুনা-১, শেখ মোস্তাফিজুর রহমান খুলনা-২ ও ৩, শেখ শহিদুজ্জামান ঢাকা-১৮, মো. আখতার হোসেন রংপুর-৪ ও নীলফামারী-৪, অ্যাডভোকেট মো. আফাজুল হক ঠাকুরগাঁও-২, শহীদ উদ্দিন শামীম নোয়াখালী-৩, আফরাফ হোসেন খুলনা-৫, আসাদুর রহমান ভূঁইয়া নরসিংদী-২, রফিকুল ইসলাম খান জামালপুর-২, আবু আহাদ আল মামুন কুষ্টিয়া-৩, সরোয়ার হোসেন দিনাজপুর-৬, অ্যাডভোকেট পিকুল হাসান নড়াইল-২, এস এম মোস্তাফিজুর রহমান ফরিদুপুর-৪ ও শামসুল কবীর চৌধুরী ঢাকা-১৩।

জানতে চাইলে বিএনএ জোটের মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা জোটপ্রধান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের কাছে আমাদের জোটের তালিকা পাঠিয়েছি। বিষয়টি জোট নেতারা মূল্যায়ন করবেন।

সর্বশেষ খবর