জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন কিশোর-কিশোরীদের নৈতিক অবক্ষয়ের ব্যাপারে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে বর্তমানে সামাজিক ও নৈতিক অবক্ষয় চলছে। কিশোর-কিশোরীদের এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন-২০১৮’ তে তিনি এ মন্তব্য করেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও এথিক্স ক্লাব বাংলাদেশ সোসাইটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এথিক্স ক্লাবের সভাপতি এম ই চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম। আরও উপস্থিত ছিলেন পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের। তরুণদের উদ্দেশ্যে আবদুল মোমেন বলেন, জীবনে এমনভাবে প্রতিষ্ঠিত হতে হবে যাতে তোমাদের সবাই নিজেদের আদর্শ হিসেবে বেছে নেয়। তোমাদের যুগ তথ্য-প্রযুক্তির। এ কারণে আমাদের চেয়ে তোমাদের জ্ঞান অনেক বেশি। তাই তোমাদের অদম্য হতে হবে। অসম্ভবকে সম্ভব করতে হবে।