মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

অস্ত্রসহ চার জঙ্গি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

বোমা তৈরির সরঞ্জামসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম। তারা হলেন- মহিবুল ইসলাম (২২), মোজাম্মেল হক ওরফে বিল্লাল (৩৪), শামীম আহাম্মদ (২৭) ও দেলোয়ার হোসেন (৩৭)। গতকাল ভোরের দিকে রাজধানীর আবদুল্লাহপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের ভাষ্য, জেএমবি তাদের সাংগঠনিক তৎপরতা বাড়াতে গ্রেফতারকৃতরা আগামী জাতীয় নির্বাচনের আগে আগের মতোই সক্রিয় হওয়ার চেষ্টা করছে। বোমা হামলার পরিকল্পনাও রয়েছে তাদের। মাঠ পর্যায়ে জেএমবি নতুন করে সদস্য বাড়াতে তাদের দাওয়াতি কার্যক্রমে সক্রিয় রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির কারণে পেরে উঠছে না। ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, উত্তরা পশ্চিম থানাধীন আবদুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে ওই চার জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৯৬টি ডেটোনেটর, ১০টি ব্যাটারি, দুটি চাপাতি ও বোমা তৈরির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। কাউন্টার টেররিজম সূত্র জানায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জেএমবির সক্রিয় সদস্য। এরা মাঠ পর্যায়ে জেএমবির দাওয়াতি কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল। রাজধানীর বিভিন্ন এলাকায় জেএমবির সদস্য বাড়ানো, জঙ্গি সদস্য তৈরি, নির্দেশনা ও প্রচার চালাচ্ছিল তারা। তারা সুযোগ খুঁজছিল রাজধানীতে বোমা হামলা চালানোর। পরিকল্পনা করে তাদের সাংগঠনিক তৎপরতা বাড়ানোর চেষ্টা ছিল। এছাড়াও তারা অন্যান্য উগ্র-মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে একত্রিত হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর