মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
স্কুল ছাত্রকে চাপা দিয়ে হত্যা

বাস মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা, রিমান্ডে চালক ও সহকারী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে বাস চাপায় স্কুল ছাত্র তানভীর আহমেদ জিয়ন নিহত হওয়ার ঘটনায় ভাই-বোন পরিবহনের মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া বাসের চালক ইনসান আলী শানু (৪০) ও সহকারী বাদশা মিয়াকে (৩৮) পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ জানান, গতকাল ১০ দিনের রিমান্ড আবেদন করলে রংপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আরিফা ইয়াসমিন মুক্তা ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে গত রবিবার রাতে কোতোয়ালি থানার এসআই ছফিদুল ইসলাম বাদি হয়ে বাসের মালিক শরিফা বেগম, চালক ইনসান আলী শানু ও সহকারী বাদশা মিয়ার বিরুদ্ধে মামলা করেন। ওই রাতেই চালক ও সহকারীকে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। বাস মালিক শরিফা বেগমের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার গোলপাড়া এলাকায়। চালক ইনসানের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার তাহেরপুরে এবং বাদশার বাড়ি পলাশবাড়ি উপজেলায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, হালকা যানবাহন চালানোর লাইসেন্স দিয়ে বাসটি চালাচ্ছিলেন চালক ইনসান। এছাড়া বাসটির ফিটনেস সার্টিফিকেটও নেই। প্রসঙ্গত, গত রবিবার সকালে রংপুর নগরের ঘাঘটপাড়ায় রংপুর-দিনাজপুর মহাসড়কে ভাইবোন পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র তানভীর আহমেদ জিয়ন। এ ঘটনার পর নিরাপদ সড়ক ও বাসের চালকের গ্রেফতার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিন ঘণ্টা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। তারা ১০টি বাস ভাঙচুরও করেন।

সর্বশেষ খবর