মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ইকুরিয়া বিআরটিএতে পাওয়া গেল অনিয়ম

দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিআরটিএ ইকুরিয়া কার্যালয়ে অভিযান চালিয়ে অনিয়মের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুরে এ অভিযান পরিচালিত হয়। তবে হাতেনাতে প্রমাণ না পাওয়ায় কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সাত সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে। নেতৃত্ব দেন দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। অভিযানে বিআরটিএ ইকুরিয়া কার্যালয়ের বেশ কয়েকটি অনিয়ম চিহ্নিত করা হয়। দুদকের জনসংযোগ শাখা জানিয়েছে, অনিয়মগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিটিজেন চার্টার না থাকা, ড্রাইভিং লাইসেন্সের জন্য টেস্টের অপরিসর মাঠ ও উপযুক্ত যানবাহনের অপ্রতুলতা; বাস, ট্রাক ইত্যাদি ভারী যানবাহন অধিকাংশ ক্ষেত্রে সরেজমিনে পরীক্ষা না করেই ফিটনেস সনদ প্রদান ইত্যাদি। এ প্রসঙ্গে দুদকের এনফোর্সমেন্ট অভিযানের প্রধান সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, এসব অনিয়ম দ্রুত দূর করা না হলে সড়ক পথে শৃঙ্খলা ও নিয়ম ফিরে আসবে না। সুতরাং বিআরটিএকে দ্রুত সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, নতুবা দুদক দুর্নীতি ও অনিয়মের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে বাধ্য হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর