বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

যুদ্ধাপরাধীসহ দুই বন্দীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কারাবন্দী যুদ্ধাপরাধীসহ দুই বন্দীর মৃত্যু হয়েছে। তারা হলেন মো. ফজলুল হক (৮০) ও সুবল চন্দ্র বর্মণ (৬০)। ফজলুল হককে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে গতকাল সকাল পৌনে ১০টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কারারক্ষী মো. হানিফ জানান, তিনি যুদ্ধাপরাধ মামলায় বন্দী ছিলেন, কারাগারে অসুস্থ হয়ে পড়লে ঢামেক হাসপাতালে নিয়ে নেওয়া হয়; সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামের মৃত কবির উদ্দিন হাওলাদারের ছেলে ফজলুল হক।

ময়নাতদন্ত শেষে ফজলুল হকের লাশ সন্ধ্যয় নিয়ে যান স্বজনরা।

অন্যদিকে, কারাবন্দী সুবল চন্দ্র বর্মণ (৬০) রংপুর কারাগারে ছিলেন, উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) হয়ে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাবার নাম যোগী চন্দ্র বর্মণ। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ খবর