বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চালু

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষকে আধুনিক ব্যাংকিং সেবা দিতে এজেন্ট ব্যাংকিং চালু করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। গতকাল ব্যাংকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ কেসিএমজি, ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের আটটি বিভাগের বিভিন্ন স্থানে আনুষ্ঠানিকভাবে এজেন্ট ব্যাংকিং সেবার উদ্বোধন করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এজেন্ট ব্যাংকিং চালুর ফলে দেশের প্রত্যন্ত এলাকার গ্রাহকরা অ্যাকাউন্ট খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, ডিপিএস, এফডিআর, ফান্ড ট্রান্সফার, বৈদেশিক রেমিট্যান্স, ইউটিলিটি বিল ও বীমা প্রিমিয়াম, ঋণ গ্রহণ ও পরিশোধ, সরকারি ভাতা গ্রহণ, ডেবিট কার্ড ও চেক বই গ্রহণ, স্কুলের বেতন প্রদান এবং আরও অনেক সেবা এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে গ্রহণ করতে পারবেন।

নারায়ণগঞ্জের আদমজীনগর, যশোরের রাজগঞ্জ বাজার, চুয়াডাঙ্গার সিরাজগঞ্জ বাজার, কুমিল্লার বিজরা বাজার, বগুড়ার নন্দীগ্রাম, ভোলার বোরহানউদ্দিন বাজার, সিলেটের কালীগঞ্জ বাজার, কুড়িগ্রামের উলিপুর বাজার, ময়মনসিংহের তারাকান্দা বাজার এবং পিরোজপুরের ভাণ্ডারিয়া।

সর্বশেষ খবর