সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
জনপ্রশাসন সচিবের প্রতিবাদ

বিএনপির অভিযোগ অসত্য ও বিভ্রান্তিকর

নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ বলেছেন, বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে অফিসার্স ক্লাবে কয়েকজন সচিবের ‘গোপন বৈঠকের’ অভিযোগ নাকচ করে তিনি বলেছেন, গত ২০ নভেম্বর তিনি অফিসার্স ক্লাবেই ছিলেন না, ফলে বৈঠকে অংশ নেওয়ার প্রশ্নও ওঠে না। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদপত্রে জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ বলেন, কল্পিত ঘটনায় তাকে জড়িয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে বক্তব্য প্রদান করেছেন, তা অসত্য ও বিভ্রান্তিকর। ‘ওই দিন তিনি অফিসার্স ক্লাবেই যাননি অথচ তাকে জড়িয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, যা তার সুনাম ও সম্মানের হানিকর।’ প্রসঙ্গত, গত শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, ‘প্রশাসন ও পুলিশের বিতর্কিত ও দলবাজ কর্মকর্তারা আওয়ামী লীগকে ফের ক্ষমতায় বসানোর জন্য নানা চক্রান্ত ও ষড়যন্ত্রে মেতে উঠেছে। প্রতিনিয়ত তাদের গোপন বৈঠক চলছে।’

গত ২০ নভেম্বর রাতে অফিসার্স ক্লাবের চারতলায় পেছনের কনফারেন্স রুমে ওই বৈঠক হয় দাবি করে তিনি বলেন, বৈঠকে ইসি সচিব, জনপ্রশাসন সচিবসহ বেশ কয়েকজন সচিব এবং র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর