সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আগামী এপ্রিলে কৃষি শুমারি

নিজস্ব প্রতিবেদক

দেশে পঞ্চমবারের মতো কৃষি (শস্য, মত্স্য ও প্রাণিসম্পদ) শুমারি ২০১৮ পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০১৯ সালের এপ্রিল মাসের মধ্যেই তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। প্রাথমিক পর্যায়ে জোনাল অফিসারদের মাধ্যমে শুমারির প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে শুরু হয়েছে।

 গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর  অডিটরিয়ামে কৃষি শুমারি প্রকল্পের প্রথম জোনাল অপারেশন কার্যক্রমে নিয়োজিত মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।  এতে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের  সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) বিকাশ কিশোর দাস ও অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুয়াল হোসেন। অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক ড. কৃষ্ণা গায়েন (অতিরিক্ত সচিব) সভাপতিত্ব করেন।

সর্বশেষ খবর