বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আজ তাপমাত্রা আরও কমবে

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় পিথাই ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ রাজধানীসহ দেশের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল ও সিলেটের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ সহ বৃষ্টি হতে পারে। দেশের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আগামীকাল রাতের তাপমাত্রা আরও কমবে বলে পূর্বাভাস রয়েছে।

আরও জানা যায়, গতকাল ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৬ মিলিমিটার, টাঙ্গাইলে ২২ মিলিমিটার, কুমিল্লায় ৬ মিলিমিটার, শ্রীমঙ্গলে ৫১ মিলিমিটার, রাজশাহীতে ১৭ মিলিমিটার, কুমারখালীতে ২৭ মিলিমিটার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর