বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফাঁকা বুলি ছাড়া ইসির কোনো ইতিবাচক দৃষ্টান্ত নেই : ড. ইফতেখার

নিজস্ব প্রতিবেদক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, নির্বাচনে সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে কিছু ফাঁকা বুলি ছাড়া কোনো ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি নির্বাচন কমিশন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। বিবৃতিতে ড. ইফতেখারুজ্জামান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার পর থেকে প্রতিপক্ষ প্রার্থীদের ওপর একের পর এক হামলা-মামলা, প্রচারে বাধাদান, নানাভাবে হয়রানি, ভয় দেখানো এবং নির্বাচন কমিশনের ক্রমাগত ব্যর্থতা ও উদাসীনতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিরোধী প্রার্থীরা শুধু ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের দ্বারাই লাঞ্ছিত হচ্ছেন না, আইনশৃঙ্খলা বাহিনীরও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর এমন কার্যক্রমে নির্বাচন কমিশন কঠোর হাতে দমনের পরিবর্তে নির্লিপ্ত ভূমিকায় যেন নিজেকে পাথরের মূর্তিতে পরিণত করেছে। তিনি আরও বলেন, বিগত বেশ কয়েকটি নির্বাচনে ভোট কেন্দ্রের ভিতর থেকে গণমাধ্যমের সরাসরি সংবাদ প্রচার প্রথা চালু ছিল। কিন্তু এবার তা না করার অনুরোধ এবং ভোট কেন্দ্রে ফোন ব্যবহারে নিষেধ করায় নির্বাচন কমিশনের দুর্বলতা প্রকাশ পেয়েছে।

সর্বশেষ খবর