বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সিআইপি কার্ড পেলেন ১৩৭ ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক

দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৩৭ ব্যবসায়ীকে সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ) সম্মানে ভূষিত করেছে সরকার। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের হাতে ২০১৬ সালের সিআইপি কার্ড তুলে  দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মোট ১৮টি খাতের ব্যবসায়ীদের কার্ড প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে, কাঁচাপাট, পাটজাত দ্রব্য, চামড়াজাত দ্রব্য, হিমায়িত খাদ্য, ওভেন গার্মেন্ট, কৃষিজাত পণ্য, এগ্রোপ্রসেসিং, ফার্মাসিউটিক্যালস, হস্তশিল্পজাত দ্রব্য, প্লাস্টিকজাত পণ্য, ওভেন ও নিটওয়্যার পোশাক, টেক্সটাইলসহ বিভিন্ন রপ্তানি পণ্য। এ ছাড়া ব্যবসা-বাণিজ্যে অবদান বিবেচনায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের মধ্য থেকে ৪১ জনকে  দেওয়া হয়েছে সিআইপি কার্ড। অনুষ্ঠানে বাণিজ্য সচিব মফিজুল ইসলাম, ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনসহ  ইপিবি ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর