মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইসিতে নালিশ ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন সংসদীয় এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী, কর্মী ও সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) নালিশ করা হয়েছে। গতকাল বেলা ৩টায় দলের মহাসচিব প্রিন্সিপাল ইউনুছ আহমদ নির্বাচন কমিশন কার্যালয় গিয়ে এ অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিসহ নির্বাচন গ্রহণযোগ্য করে জনগণের প্রত্যাশা পূরণের দাবি জানানো হয়। অভিযোগসমূহের মধ্যে রয়েছে- ভান্ডারিয়া উপজেলার সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান পোলিং এজেন্ট না দেওয়ার হুমকি। বরিশাল সদরে কর্মীর মাথা থেঁতলে দেওয়া। খুলনা সদরে প্রার্থী ও সমর্থকদের শারীরিকভাবে লাঞ্ছনা করা। সিরাজগঞ্জ সদর সোনগাছা বাজার থেকে প্রার্থীকে অপহরণ, নাটুয়ারপাড়া নির্বাচনী ক্যাম্প ও ঝিনাইদহ বিশাইখালী বাজারের পাশে মাইক ভাঙচুর। আন্ডারচর ইউনিয়নের বাংলাবাজারে অফিস ভাঙচুর। যাত্রাবাড়ী থেকে সিএনজি চালক জালাল উদ্দীন ও দোকান থেকে হাজী নূর মোহাম্মদকে ডিবি পুলিশ নিয়ে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করা। ডেমরার সুন্না টেংরায় কর্মীদের বাড়িতে পুলিশ হানা দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি। ভান্ডারিয়ার ধাওয়া বাজারে অফিসে অগ্নিসংযোগ, ২ কর্মীকে এলাকা ছাড়ার নোটিস এবং বিভিন্ন এলাকায় নির্বাচনী কাজে, পোস্টার লাগাতে বাধা প্রদান ও পোস্টার জ্বালানো।

সর্বশেষ খবর