মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মহিলা মন্ত্রণালয়ের কাজ আরও গতিশীল করুন

—সায়মা ওয়াজেদ হোসেন

নিজস্ব প্রতিবেদক

মহিলাবিষয়ক মন্ত্রণালয় মহিলা ও শিশুদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। এ কার্যক্রম আরও গতিশীল করার জন্য মন্ত্রণালয়ের আওতাধীন দফতরগুলোকে একসঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এশিয়া অঞ্চলে অটিজম বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছা দূত সায়মা ওয়াজেদ হোসেন। গতকাল বাংলাদেশ শিশু একাডেমিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সূচনা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন, শিশু একাডেমির পরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন, সূচনা ফাউন্ডেশনসহ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সচিব নাছিমা বেগম এনডিসি বলেন, সুষ্ঠু ও সুন্দর জাতি গঠনে নিরাপদ মাতৃত্ব জরুরি। নিরাপদ মাতৃত্ব শিশুদের ডিজঅ্যাবিলিটি কমিয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ খবর