বুধবার, ১০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

আজ ভূমি সেবা সপ্তাহ ও উন্নয়ন কর মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক

‘রাখব নিষ্কণ্টক জমি বাড়ি, করব সবাই ই-নামজারি’ এই স্লোগান নিয়ে আজ শুরু হচ্ছে ভূমি সেবা সপ্তাহ এবং ভূমি উন্নয়ন কর মেলা ২০১৯। ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, গতিশীলতা আনা ও জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে দেশব্যাপী পালিত হবে সেবা সপ্তাহ। এ উপলক্ষে প্রত্যেক জেলা, উপজেলা, রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে সেবা ক্যাম্প স্থাপন করা হবে। সেখানে ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে সহজে ও স্বল্প সময়ে নির্ধারিত ফিতে ভূমি সেবা পাওয়ার বিষয়ে অবহিতকরণ, ই-নামজারির আবেদন প্রক্রিয়া প্রদর্শন এবং লিখিত অনুসরণীয় বার্তা এবং ফরম দেওয়া হবে। এ ছাড়াও সেবা ক্যাম্পে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৬ লাখ স্কাউটকে ভূমি বিষয়ে প্রাথমিক জ্ঞান প্রদান ও প্রত্যেক স্কাউট দুটি পরিবারকে সচেতন করলে ৩২ লাখ পরিবার সচেতন হবে। সেবাগ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব অনলাইনে প্রদানের জন্য ক্যাম্পে একজন কর্মকর্তা থাকবেন। এ ছাড়াও ‘ভূমি সেবা ও জনগণের প্রত্যাশা’ নামে বিদ্যালয় পর্যায়ে অনধিক ১০০০ এবং কলেজ পর্যায়ে অনধিক ১৫০০ শব্দের রচনা প্রতিযোগিতার আয়োজন এবং সেরা তিনজনকে পুরস্কার দেওয়া হবে।

পাশাপাশি জরিপ সংক্রান্ত কার্যক্রম, ভূমি অধিগ্রহণ ও গুচ্ছগ্রাম প্রকল্প কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে।

সর্বশেষ খবর